স্বস্তায় ইট কিনলে আসলেই কি টাকা বাঁচে?

বরিশালে অটোব্রিক
ইট কেনার আগে নিচের 👇তথ্য জানুন। উপকৃত হবেন ইনশাআল্লাহ।
ভাটার সাধারণ স্বস্তা ইটের সমস্যা হচ্ছে-
❌ এক সিএফটি খোয়ার জন্য অটোব্রিক যেখানে ৮.৫ থেকে ৯.৫টি দরকার হয় সেখানে ভাটার ইট লাগে ১১ থেকে ১২টি।
❌ সাধারণ ইট আকারে ছোট-বড় হয়। ফলে গাঁথুনি সোজা হয় না এবং সিমেন্ট-বালি বেশি লাগে।
❌ ইট বাছাবাছির কারণে মিস্ত্রিদের সময় বেশি লাগে। ফলে মিস্ত্রি খরচ বাড়ে।
তাহলে স্বস্তায় ইট কিনে খরচ বাড়লো নাকি কমলো?
অন্যদিকে, আধুনিক পদ্ধতি তৈরির ফলে অটোব্রিক টেকসই ও সঠিক মাপের হয়। যার ফলে-
👉 দেয়ালে ফাঁটল হয় না।
👉 লোনা ধরে না।
👉 দেয়ালের রঙ দীর্ঘদিন ভালো থাকে।
👉 গাঁথুনি ও ঢালাই দুটোই মজবুত হয়।
তাই আপনার ভবিষ্যত আপনার হাতে। কোয়ালিটি ইট কিনে খরচ নিয়ন্ত্রণে রাখুন।
পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ’পায়রা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ শুরু থেকে কোয়ালিটি অটোব্রিক তৈরি করছে।
পায়রা ইটের মূল্য- (নভেম্বর ২০২৩)
✅এক নম্বর ইট ১৫ টাকা।
✅পিকেট ১৫ টাকা।
✅দুই নম্বর ইট ১৩ টাকা।
এছাড়া পরিবহন ও লেবার খরচ জানতে-
☎️ 01711284387 নম্বরে কল করুন।