যে সকল তথ্য রয়েছে

আমাদের সম্পর্কে

পায়রা সিরামিক্স ইন্ডাস্ট্রিস লিমিটেড পটুয়াখালির দুমকিতে অবস্থিত অটোমেটিক ইট তৈরি কারখানা।

আমাদের কারখানার বৈশিষ্ট্য-

১। দৈনিক এক লাখ ইট তৈরির ক্ষমতা রয়েছে।
২। কারখানায় বর্তমানে ১৭৫ ব্যক্তি কর্মরত আছেন।
৩। প্রজেক্টটি ৩০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত।
৪। প্রধান কাঁচামাল কয়লা ও মাটি।
৫। বুয়েটের পরীক্ষায় আমাদের ইট মানে উন্নত।
৬। কলাপাড়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে পায়রা ইট ব্যবহার হচ্ছে।
৭। সাধারণ ইটের তুলনায় ২০% খরচ কম।
৮। আমাদের ইটে যেসকল উপাদান আছে– সিলিকা ৫৫%, এলুমিনিয়া ৩০%, আয়রন অক্সাইড ৮%, ম্যাগনেসিয়াম ৫%, লাইম ১%, জৈব ১%।

বুয়েট টেস্টের রেজাল্ট

আমাদের লক্ষ্য (Vision)

মানসম্মত পরিবেশবান্ধব ইট উৎপাদন করে ক্রেতাকে সন্তুষ্টি ও আভিজাত্যের ছোঁয়া প্রদান।

যেভাবে লক্ষ্য বাস্তবায়ন করি (Mission)

১। উন্নত কাঁচামাল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করি।
২। কম জ্বালানি এবং কম দূষণের প্রযুক্তি ব্যবহার করি।
৩। প্রকৃতিক উৎস সৌর বিদ্যুৎ এবং বৃষ্টির পানি ব্যবহার করি।

আমাদের এখানে যেসব ইট পাবেন

১. এক নম্বর সলিড ইট
২. দুই নম্বর সলিড ইট
৩. সলিড পিকেট

আমাদের ইট কেনো পছন্দ করবেন?

১. মজবুত ও টেকসই
২. মাপে সঠিক
৩. চারিপাশে সমভাবে পুড়ানো
৪. উজ্জল রঙ
৫. সঠিক দামে বিক্রি করি
৬. সড়ক ও নৌপথে ইট পরিবহণে সাহায্য করি।