নির্মাণ কাজে প্রচুর ইট দরকার হয়। গাথুনি ও ঢালাই দুই কাজেই ইট লাগে। তাই সঠিক ইট চেনা খুবই গুরুত্বপূর্ণ।
আসুন ভালো ইট চেনার কিছু উপায় জেনে নিই।
১. ইটের আদর্শ মাপ হচ্ছে ৯.৫” x ৪.৫” x ২.৭৫”।
২. দুটো ইট ইংরেজি টি (T) শেপের মতো করে দেড় মিটার উপর থেকে মাটিতে ফেললে না ভাঙলে বুঝতে হবে ভালো কোয়ালিটির ইট।
৩. দুটো ইট পরস্পর আঘাত করলে সলিড শব্দ হবে। ফাঁপা শব্দ হলে সেটা ভালো ইট নয়। হাতুড়ি দিয়ে আঘাত করলে ভালো ইটে ঝনঝন শব্দ হবে।
৪. ইট পানিতে ভেজালে যদি বুদবুদ হয় এবং বেশি পানি শোষণ করে তাহলে ইটের কোয়ালিটি ভালো নয়।
৫. ইটের ধার ও কোনা হবে মসৃণ ও তীক্ষ। তলগুলো সমান ও পাশগুলো হবে সমান্তরাল।
৬. ইট ভাঙলে প্রত্যেক টুকরার রঙ একই রকম দেখাবে। অর্থাৎ ইট ভালো ভাবে পুড়েছে।
৭. ইটের ওজন ৩.৭৫ কেজির বেশি হবে না।