ইট তৈরি হয় মাটি পুড়িয়ে। আর ব্লক তৈরি হয় বালু, নুড়ি পাথর ও সিমেন্ট দিয়ে। পরিবেশের কথা চিন্তা করলে ব্লক তুলনামূলক পরিবেশবান্ধব। কিন্তু প্রত্যেকটার সুবিধা অসুবিধা বুঝা দরকার।
প্রথমত, ভাটার চেয়ে মেশিনের ইট ভালো হবে। কারণ অটোমেটিক মেশিনে ইটের মান নিয়ন্ত্রণ করা যায়। ফলে মেশিনের ইট সাইজে বড়, শক্ত, দেখতে সুন্দর হয়।
এদিকে, ভাটার ইট দামে স্বস্তা। কিন্তু ভাটার ইট প্রতি পিসের দাম কম হলেও মেশিনের ইট ব্যবহার করলে টোটাল খরচ কম হয়। কারণ সাইজে বড় হওয়ায় ইট কম লাগে। আর গাথুনি ও প্লাস্টারে মশলাও কম লাগে।
দ্বিতীয়ত, মেশিনের ইটের তুলনায় ব্লকের খরচ আরও কম। তবে শুধু খরচ কম শুনেই এটা ব্যবহার করা উচিত হবে না। এর ব্যবহার বুঝতে হবে।
ইটের তুলনায় ব্লক কম ভার বহন করতে পারে। তাই গাথুনির সময় কিছু দূরত্ব পরপর রড দিতে হয়। এজন্য চৌকষ মিস্ত্রি না হলে ব্লক টেকসই হবে না।
এছাড়া পানি, বিদ্যুৎ ইত্যাদির লাইন টানার সময় ব্লকের গায়ে ছিদ্র বা ড্রিল করলে এর শক্তি আরও কমে যায়। এজন্য ব্লক দিয়ে ভেতরের পার্টিশনের দেয়াল করলেও শুরুতেই ইঞ্জিনিয়ারকে জানাতে হয় যাতে তিনি সেভাবে বাড়ির ডিজাইন করেন।
যাইহোক, অটোমেটিক মেশিনে তৈরি প্রিমিয়াম কোয়ালিটির ইটের ভারবহন ক্ষমতা সবচেয়ে বেশি। তাই মজবুত দেয়াল ও ঢালাইয়ের জন্য ইটের বিকল্প নেই। 
