ইট হাজারে হাজারে কিনতে হয়। বাড়ি বানাতে অন্তত এক থেকে দেড় লাখ ইট দরকার হয়। শক্ত গাথুনি ছাড়াও পিলার ও ছাদ ঢালাইয়ের খোয়া বানাতে হয়।
তাই ইট কিনতে অবহেলা করবেন না। ইট কেনার আগে ফ্যাক্টরি ঘুরে আসুন।
জেনে রাখুন, অনলাইনে ছবি ও ভিডিও দেখে ইটের স্বাস্থ্য পুরাটা বুঝা যায় না। এজন্য চলে যান ফ্যাক্টরিতে।





আমাদের এখানে ১নং ইট, ২নং ইট ও পিকেট পাবেন। দামের আইডিয়া পেতে কোন এলাকায়, কত হাজার ইট নিবেন জানিয়ে আমাদেরকে ফোন করুন।