কম দামে ইট কিনে ঠকছেন না তো?

ভাটার ইট কম দামে
০১. BSTI অনুমোদিত ইটের সঠিক মাপ হচ্ছে ৯.৫/৪.৫/২.৭৫ ইঞ্চি। সেন্টিমিটারের হিসাবে ২৪/১১/৭ সেন্টিমিটার। এই আদর্শ মাপ থেকে যদি দৈর্ঘ্য ও উচ্চতায় ১/২ সেন্টিমিটার করেও কম থাকে তাহলে প্রতি হাজারে প্রায় ৯০ থেকে ১০০টি ইট বেশি কিনতে হবে। লাখে ৯ থেকে ১০ হাজার ইট!
০২. গাঁথুনিতে যত বেশি ইট দরকার হবে তত বেশি জোড়া লাগাতে হবে। তত বেশি সিমেন্ট বালির মশলা দরকার হবে। তাই দাম কমাতে পারলেই আত্মতুষ্টিতে ভুগবেন না। ইটের মান যাচাই করতে ভাটা বা ফ্যাক্টরিতে যান।
০৩. ঠুকাঠুকিতে অনেক ইটের বডি থেকে চলটা বা খোয়া উঠে যায়। ইটের ওই অংশে কিন্তু অতিরিক্ত প্লাস্টার লাগবে। আঁকাবাঁকা ইটেও একই কথা। এক লাখ ইটের অধিকাংশই যদি এমন হয় তাহলে আপনাকে অবশ্যই ভাবতে হবে।
০৪. ইটের মাপ ও মান ভালো না হলে গাঁথুনি এবং প্লাস্টার করতে মিস্ত্রিদের বেশি সময় লাগে। তাহলে খরচও বাড়বে। এভাবে কম দামে ইট কিনতে গিয়ে অনেকের টোটাল খরচ বেশি পড়ছে। তাই একটু সচেতন হওয়া দরকার।
০৫. খরচ কমাতে অনেকে সি/ডি গ্রেডের ইট কিনে থাকেন। বিভিন্ন গ্রেডের ইট কিন্তু আমরাও বিক্রি করি। এর দরকার আছে। যেমন, মিস্ত্রিদের থাকার জন্য ঘর এবং ইট-বালি-খোয়া ধোয়ার জন্য পানির হাউজ বানাতে হয়। এগুলোর তো বেস্ট কোয়ালিটির ইটের দরকার নেই।
০৬. খোয়া বানাতে দরকার পিকেট ইট। এই ইট প্রিমিয়াম কোয়ালিটি ইটের মতো শক্ত হলেও এগুলো অসমান ও এবড়ো থেবড়ো হয়। যা ভেঙে টুকরো টুকরো করে খোয়া বানানো হয়। পিকেট ইটের দাম তুলনামূলক কম।
০৭. দেয়ালের ক্ষেত্রে দুই ধরণের ইট ব্যবহার করা যায়। যেমন- বিল্ডিংয়ের বাইরের দেয়ালে প্রিমিয়াম কোয়ালিটির ইট এবং ভেতরের পার্টিশনে স্টান্ডার্ড কোয়ালিটির ইট ব্যবহার করা হয়।
তাই ইটের দাম হাজারে কত শুনেই সিদ্ধান্ত নিবেন না। ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিন। যেখানে যেই ইট দরকার সেখানে সেই ইট ব্যবহার করুন। তাতে খরচ হলেও করুন। কারণ বাড়ি বানানো একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ।