১. পায়রা ইট অটোমেটিক মেশিনে সঠিক মাপে তৈরি হয়। অর্থাৎ ৯.৫/ ৪.৫/ ২.৭৫ ইঞ্চি। এতে গাথুনি সমান হয়। ফলে দেয়াল তৈরিতে মিস্ত্রিদের সময় কম লাগে এবং সিমেন্ট-বালুর মশলা অপচয় হয় না।
২. ভাটার ইটের তুলনায় পায়রা ইট আকারে বড় হওয়ায় দেয়াল তৈরিতে কম ইট লাগে।
৩. আধুনিক কিলন মেশিনে পায়রা ইটকে বেইক করা হয়। ফলে এই ইট চারিদিকে সমানভাবে পুড়ে তৈরি হয়।
৪. উজ্জল রঙের হয়। ফলে যেখানে প্লাস্টার দেয়ার দরকার নেই সেখানে দেয়াল দেখতে সুন্দর দেখায়।
৫. এই ইটের মাটিতে লবণের পরিমাণ খুবই কম। ফলে দেয়ালে নোনা পড়ে না। দেয়াল দীর্ঘদিন ভালো থাকে।
৬. অটোমেটিক মেশিনে তৈরি হওয়ায় এই ইটের তাপ ও ওজন বহনের সক্ষমতা বেশি।
৭. ইট তৈরিতে জ্বালানি কাঠের পরিবর্তে কয়লা ব্যবহৃত হয়। ফলে ইট তৈরির প্রক্রিয়া পরিবেশবান্ধব।
৮. বুয়েট পরীক্ষায় পায়রা ইট কোয়ালিটি সম্পন্ন।